কীটনাশক
পণ্যের নাম | মূল উপাদান | কার্যকারীতা | প্রয়োগমাত্রা / একর |
---|---|---|---|
![]() | এমামেকটিন বেনজয়েট | ধানের মাজরা পোকা, সবুজ পাতা ফড়িং, বাদামী গাছ ফড়িং, পাতা মোড়ােনা পোকা, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সীম, ঢেঁড়শের ফল ছিদ্রকারী পোকা, তুলার জাব পোকা ও বলওয়ার্ম দমন করে। | ২০০ গ্রাম |
![]() | ফিপ্রোনিল | ধানের মাজরা, পামরী, পাতা মোড়ানো, বাদামী গাছ ফড়িং, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন করে। | ২০০ গ্রাম |
![]() | এসিফেট | ধানের বাদামী গাছ ফড়িং ও সরিষার জাব পোকা দমন করে। | ধানঃ ৩০০ গ্রাম সরিষাঃ ২০০ গ্রাম |
![]() | স্পিনোসেড | ধানের মাজরা, বেগুনের ডগা ও ফল ছদ্রকারী পোকা, সীম, ঢেঁড়শের ফল ছিদ্রকারী পোকা, তুলার জাব পোকা ও বলওয়ার্ম দমন করে। | ১০০ মিলি |
![]() | ক্লোরপাইরিফস | ধানের মাজরা পোকা, পামরী পোকা, পাতা মোড়ানো পোকা, অন্যান্য সবজির জাব ও আলুর কাটুই পোকা দমন কের। | ধানঃ ২০০ মিলি আলুঃ ৬০০ মিলি |
![]() | থায়াক্লোপ্রিড | ধানের মাজরা, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সীম, ঢেঁড়শের ফল ছিদ্রকারী পোকা, তুলার জাব পোকা ও বলওয়ার্ম দমন করে। | ২০০ মিলি |
![]() | ল্যামডা - সাই - হ্যালোথ্রিন | আমের হপার, ও অন্যান্য সবজির ফল ছিদ্রকারী পোকা দমন করে। | ১ মিলি প্রিত লিটার পানিতে |
![]() | ক্লোরপাইরিফস ও সাইপারমেথ্রিন | ধানের মাজরা পোকা, পামরী পোকা, পাতা মোড়ানো পোকা, অন্যান্য সবজির জাব ও আলুর কাটুই পোকা দমন করে। | ২০০ মিলি ধানঃ ২০০ মিলি সবজিঃ ২০০ মিলি আলুঃ ৪০০ মিলি |
![]() | এসিটামিপ্রিড | ধানের বাদামী গাছ ফড়িং, সরিষা এবং অন্যান্য সবজির জাব পোকা, সাদা মাছি ও বিভিন্ন ধরনের শোষক পোকা দমন করে। | ২০০ গ্রাম |
![]() | এবামেকটিন | বেগুন, পটল, বরবটি, করলা, শশা, তরমুজ, তামাক ইত্যাদির মাকড় ও চায়ের লাল মাকড় দমন করে। | চাঃ ৫০০ মিলি ধানঃ ৪০০ মিলি বেগুনঃ ৫০০ মিলি |
![]() | ডায়াজিনন | ধানের মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং ও নলি মাছ দমন কেরে। | ধানঃ ৬৮০ মিলি |
![]() | ডায়াজিনন | ধানের মাজরা পোকা, বাদামী গাছ ফিড়ং ও নলি মাছি দমন করে। | ধানঃ ৬.৭২ কেজি |
![]() | কার্বারিল | ধানের পাতা মোড়ানো পোকা, পাটের বিছা পোকা, ডাল ও তৈল বীজ জাতীয় সকল ফসলের চুষে খাওয়া পোকা ও আমের হপার দমন করে। | ৬৮০ গ্রাম আমঃ ২ গ্রাম প্রতি লিটার পানিেত |
![]() | কার্বোফুরান | ধানের মাজরা পোকা, নেমাটোড, আথের মাজরা পোক দমন কের। | ধানঃ ৭ কেজি ইক্ষুঃ ২৬ কেজি |
![]() | এমামেকটিন বেনজয়েট ও থায়ামেথোক্সাম | ধানের মাজরা, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সীম ও ঢেঁড়েশর ফল ছিদ্রকারী পোকা, তুলার এফিড, জেসিড ও বলওয়ার্ম দমন কের। | ৩০ গ্রাম |
![]() | থায়ামেথোক্সাম | ধানের বাদামী গাছ ফড়িং, সীমের এফিড জেসিড ও সব ধরনের সবজির জাব পোকা দমন করে। | ধানঃ ২৫ গ্রাম সরিষাঃ ৪০ গ্রাম কলাঃ ৪০ গ্রাম সীমঃ প্রতি ৩০ লঃ পানিতে ৫ গ্রাম |
![]() | কারটাপ | ধানের মাজরা, বাদামী গাছ ফড়িং, পাতা মোড়ানোর পোকা, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, পটল এবং ঢেঁড়শের ফল ছিদ্রকারী পোকা দমন করে। | ধানঃ ৫৬০ গ্রাম সবজিঃ ২৪০ গ্রাম বেগুনঃ ২৪০ গ্রাম |
![]() | সাইপামেথ্রিন | আমের হপার, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, তুলার বলওয়ার্ম, অন্যান্য সবজির ফল ছদ্রকারী পোকা দমন করে। | আমঃ ১০ লিঃ পানিতে ১০ মিলি শাক - সবজিঃ ২০০ মিলি পাটঃ ২০০ মিলি তুলাঃ ২০০ মিলি |
![]() | কার্বোসালফান | ধানের মাজরা, পামরী, বাদামী গাছ ফড়িং এবং বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমন করে। | ৪০০ মিলি |
![]() | কুইনালফস | ধানের মাজরা, নলিমাছি, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, পটলের ফুল ও ফল ছিদ্রকারী পোকা দমন করে। | ৬০০ মিলি |
![]() | কার্বোফুরান | ধানের মাজরা পোকা, নেমাটোড, আখের হোয়াইট গ্রাব, ডগার মাজরা পোকা দমন করে। | ধানঃ ৪ কেজি আখঃ ১৬ কেজি |
![]() | ক্লোরপাইরিফস | ধানের মাজরা পোকা, বাদামী গাছ ফিড়ং, গান্ধি পোকা, আলুর কাটুই পোকা, তুলার বল ওয়ার্ম, জাব পোকা, আখের উঁই পোকা দমন করে। | ধানঃ ৪০০ গ্রাম আলুঃ ৩ লিটার তুলাঃ ৪০০ মিলি |
![]() | ফেনভেলারেট | আমের হপার, সীমের এফিড, জেসিড, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ঢেঁড়শের ফুল ও ফল ছিদ্রকারী পোকা দমন করে। | ১০০ মিলি |
![]() | এবামেকটিন ও এমামেকটিন বেনজয়েট | ধানের মাজরা, সবুজ পাতা ফড়িং, বাদামী গাছ ফড়িং, পাতা মোড়ানো পোকা, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, পটল এবং ঢেঁড়শের ফল ছিদ্রকারী পোকা ও তুলার এফিড, জেসিড, বলওয়ার্ম দমন করে। | ধানঃ ৮০ গ্রাম বেগুনঃ ৬০ গ্রাম সবজিঃ ৬০ গ্রাম তুলাঃ ৬০ গ্রাম |
![]() | এবামেকটিন ও মেট্রিন | বেগুন, পটল, বরবটি, করলা, শশা, তরমুজ, তামাক ইত্যাদির মাজড় ও চায়ের লাল মাকড় দমন করে। | ১০০ গ্রাম |
![]() | এমামেকটিন বেনজয়েট ও বেটা - সাইপারমেথ্রিন | ধানের মাজরা, সবুজ পাতা ফড়িং, বাদামী গাছ ফড়িং, পাতা মোড়ানো পোকা, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সীম, ঢেঁড়শের ফল ছিদ্রকারী পোকা, তুলার জাব পোকা ও বলওয়ার্ম দমন করে। | ১০০ গ্রাম |
![]() | ম্যালাথিয়ন | ধানের বাদামী গাছ ফড়িং, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সীমের জাব পোকা দমন কের। | ৪০০ মিলি |
স্যার আমার ধানক্ষেতে হঠাৎ করে দেখছি পাতা শুকিয়ে যাচ্ছে ধানের গাছে গোড়ার দিকে কাটা কাটা ভাব কি সমস্যা স্যার,
উত্তরমুছুনআমি তরমুজের ত্রিপ্স পোকা দমন কারী কিটনাসক খুজতেছি। কোন গুপের জানালে উপকৃত হই।
উত্তরমুছুন